খাগড়াছড়িতে এক ব্যবসায়ীর মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে।
তার নাম জাহাঙ্গীর বলে জানা গেছে।
আজ শুক্রবার(১০ জুন) সকালে দীঘিনালার মেরুং ইউনিয়নের হাজাছড়া দক্ষিণ পাড়া থেকে জাহাঙ্গীরের মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে দীঘিনালা থানা পুলিশ।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একেএম পেয়ার আহম্মেদ বলেন, “হত্যাকাণ্ডের পর মাথা নিয়ে যায় দুবৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করা ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।”
স্বজনরা জানান, ক্ষুদ্র ব্যবসায়ী নিহত জাহাঙ্গীরের সাথে কারো বিরোধ ছিল না। তিনি রাতে বাজার থেকে বাড়ি ফিরেননি। সকালে সড়কের পাশে রক্তাক্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়া হয়।”










