খাগড়াছড়ির প্রত্যন্ত এলাকায় সুপেয় পানির ব্যবস্থা করল সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ৩০ এপ্রিল, ২০২২ at ৮:৫৪ অপরাহ্ণ

পার্বত্য জেলা খাগড়াছড়ির আলুটিলা সংলগ্ন পুনর্বাসন এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন।

আজ শনিবার(৩০ এপ্রিল) খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদর ইউনিয়য়নে আলুটিলা পুনর্বাসন এলাকায় পাহাড়ের চূড়ায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর ১৬০ পরিবারের মাঝে এই সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড।

খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম প্রকল্প উদ্বোধন করে বলেন, “পাহাড়ের বেশীর ভাগ গ্রামেই পানির কষ্ট রয়েছে। এই পাড়ার মানুষ গত ৩৫ বছর পানির কষ্টে ছিল। আমরা তাদের এই কষ্ট লাঘবে এটি স্থাপন করেছি। আশা করি তারা এখন শান্তিপূর্ণভাবে এই পানি ব্যবহার করতে পারবে। তাদের সময় এবং কষ্ট দুটোই বাঁচবে।”

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮শ’ ফুট উপরে পাইপের মাধ্যমে পানি উত্তোলন করে পানির সুব্যবস্থা করে দিয়েছেন তারা। এতে ১০ হাজার লিটারের পানির ট্যাংক দিয়ে পানি মজুদ করার ব্যবস্থা করা হয়েছে। ট্যাংক থেকে গ্রামবাসী পানি নিয়ে ব্যবহার করতে পারবে।

মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা জানান, পাহাড়ের উপরে হওয়ায় সুপেয় পানির অভাব ছিল। শুষ্ক মৌসুমে পানি আরো দুষ্প্রাপ্য হয় কারণ এ সময়ে ঝিরির পানিও শুকিয়ে যায়। অন্তত ১ ঘণ্টার পথ মাড়িয়ে পানি আনতে হয়। এখন এই পানির সরবরাহ হওয়ায় দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ইউপি সদস্যের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
পরবর্তী নিবন্ধঢাকার শাহজালালে আবর্জনার মধ্যে ৮ কেজি সোনা