বেপরোয়া গতির ট্রাক পিষে মারল মা-শিশুকে

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ২৭ মার্চ, ২০২২ at ৯:১৭ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে বালিবোঝাই বেপরোয়া ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশা আরোহী মা ও কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে রামগড়ের তৈচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুজ্জামান বলেন, “রামগড় থেকে জালিয়াপাড়া যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। তৈচালা এলাকায় বিপরীত দিক থেকে আসা বালিবোঝাই ট্রাকটি বেপরোয়া গতিতে এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান মা ও শিশু কন্যাটি। এসময় তাদের পৃষ্ঠ করে পালিয়ে যায় ট্রাকটি।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহতদের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে।

নিহতরা হলেন খাগড়াছড়ির রামগড়ের থলিবাড়ির সালেহ আহম্মদের স্ত্রী তাসলিমা বেগম (৩৫) ও তাদের ২ বছরের কন্যা শিশু তান্না। এ ঘটনায় অটোরিকশা চালক সহ ৪ জন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।

ঘাতক ট্রাক ও চালককে ধরতে অভিযান চলছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের মানুষ প্রয়োজনে রক্ত দিয়ে সিআরবি রক্ষা করবে
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে গৃহবধূর আত্মহত্যা