খাগড়াছড়িতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

| শুক্রবার , ২৬ আগস্ট, ২০২২ at ৬:৩২ অপরাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুমা আক্তার (২২) নামের এক নারী নিহত হয়েছেন।

আজ শুক্রবার(২৬ আগস্ট) সকালে মাটিরাঙ্গা উপজেলার আমবাগান এলাকায় ট্রাককে পাশ কাটানোর সময় মাহিন্দ্রা থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

নিহত রুমা মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের করল্যাছড়ির পুরান বাজার এলাকার মো. রওসন আলীর মেয়ে। তার স্বামী মো. আব্দুলাহ’র বাড়ি নোয়াখালী জেলার শ্যামবাগে। তার এক বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

স্বজনরা জানান, নিহত রুমার দাদী মারা যাওয়ায় স্বামীর বাড়ি থেকে দেখতে আসেন। সকালে স্বামীর বাড়িতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আলী জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ ইঞ্জিন নৌকা জব্দ
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে এএসপি-ওসিসহ আহত ৩০