ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরের বিখ্যাত পর্যটন কেন্দ্র ডাল লেকে শনিবার ভোরে কয়েকটি হাউজবোটে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশী পর্যটক নিহত হয়েছে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে টাইমস অভ ইন্ডিয়া তিনটি মরদেহ উদ্ধারের কথা জানালেও তাদের পরিচয় শনাক্ত হয়নি বলেছিল।
রয়টার্সের খবরে বলা হয়, শনিবার ভোরে প্রথমে একটি হাউজবোটে আগুন লাগে এবং দ্রুতই তা কাছে নোঙ্গর করে রাখা আরো চারটি হাউজবোটে ছড়িয়ে পড়ে।
কোলকাতার দৈনিক আনন্দবাজার স্থানীয় সময় শনিবার ভোর সোয়া ৫টার দিকে ডাল লেকের নয় নম্বর ঘাটের কাছে আগুনের সূত্রপাত হয় বলে জানায়।
পুড়ে যাওয়া পাঁচটি হাউজবোটের মধ্যে একটিতে ‘তিন বাংলাদেশী পর্যটক অগ্নিদগ্ধ হয়ে মারা যান’ বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন।
প্রাথমিক তদন্তে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা।
কাশ্মীর বেড়াতে যাওয়া পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে শ্রীনগরের ডাল লেক। বহু পর্যটক ডাল লেকে হাউজবোটে থেকে লেকের সৌন্দর্য উপভোগ করেন।
সরকারি তথ্যানুসারে ২০২২ সালে এক কোটি ৬২ লাখের বেশি পর্যটক জম্মু ও কাশ্মীরে বেড়াতে গেছেন। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনমুক্ত হওয়ার পর যা এক বছরে সর্বোচ্চ পর্যটকের আগমন।
কাশ্মীরে কয়েকদিন আগেই এ মৌসুমের তুষারপাত শুরু হয়েছে যা দেখতে এরই মধ্যে সেখানে লাখ লাখ পর্যটক জড়ো হয়েছেন।