কর্ণফুলীতে চেয়ারম্যান পদে জয়ী ফারুক

আজাদী অনলাইন | বুধবার , ২ নভেম্বর, ২০২২ at ১০:২৭ অপরাহ্ণ

কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ফারুক চৌধুরী দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন।

আজ বুধবার (২ নভেম্বর) ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার।

কর্ণফুলীর নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী পেয়েছেন ২১ হাজার ২০ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী পেয়েছেন ১৯ হাজার ৯৯৮ ভোট।

কর্ণফুলী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৫৭২ জন। তাদের মধ্যে পুরুষ ৬২ হাজার ১২১ জন, নারী ৫৪ হাজার ৫৫১ জন।

চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করে প্রার্থীদের বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে মেয়র ইছমাইলের হ্যাট্রিক
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ৬ হাজার ইয়াবা সহ গ্রেফতার ২