কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে আহত ১

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ৮ জানুয়ারি, ২০২৩ at ১০:৪৬ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলায় আজ রবিবার (৮ জানুয়ারি) বন্য হাতির আক্রমণে একজন মারাত্মক আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম আদর কুমার চাকমা (৩৫)।

ঘটনাটি ঘটেছে কাপ্তাই-রাঙামাটি নতুন সড়কের কামিলাছড়ি নামক স্থানে বিকাল ৫টার সময়।

স্থানীয় নিপুন চাকমা জানান, আজ রবিবার বিকালে আদর চাকমার বাড়িতে বন্যহাতির দল প্রবেশ করে। এসময় আদর চাকমা বন্যহাতির দলকে তাড়ানোর চেষ্টা করেন। তাড়া খেলেও একটি বন্যহাতি আদর চাকমার ওপর আক্রমণ চালায়। এতে আদর চাকমার হাত ভেঙে যায়। তবে হাতির দল পরে গভীর জঙ্গলের দিকে চলে যায়।

আদর কুমার চাকমাকে আহত অবস্থায় উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব শর্মা বলেন, “বন্যহাতির আক্রমণে আদর চাকমার হাতের বাহুর উপরের অংশ ভেঙে গেছে। আমরা তাকে দ্রুত চিকিৎসা দিয়ে সারিয়ে তোলার চেষ্টা করছি।”

পূর্ববর্তী নিবন্ধমায়ের সাথে নানা বাড়ি যেতে না পারার অভিমানে কিশোরের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধআট ঘণ্টার ব্যবধানে উখিয়ায় আরেক রোহিঙ্গা নেতা খুন