কাপ্তাইয়ে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

সেনা অভিযান

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ নভেম্বর, ২০২২ at ৪:১৪ অপরাহ্ণ

রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাপ্তাই জোন অধিনস্থ বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর অভিযানে অস্রসহ এক সন্ত্রাসীকে আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাইখালী ইউনিয়ন থেকে আটক করা হয়েছে। তার নাম রনজিৎ কুমার তনচংগ্যা (৫৫)। তিনি রাইখালী ইউনিয়নের চাকুয়া পাড়ার স্থানীয় চিক্তি তনচংগ্যার ছেলে এবং পিসিজেএসএস (সস্তু) গ্রুপের সদস্য বলে জানা গেছে।

কাপ্তাই সেনা জোনের মেজর তানভীর আহমেদ জানান, বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের একটি টহল দল গতকাল বুধবার গভীর রাতে লেমুছড়িপাড়া এলাকায় বিশেষ টহল পরিচালনা করে। টহল দল আজ দুপুর দেড়টার সময় চাকুয়া পাড়া হতে রনজিৎ কুমার তনচংগ্যাকে দেশীয় তৈরি একটি রিভলবারসহ আটক করে। আটক রনজিতের কাছে রিভলবার ছাড়াও ৪টি গুলি, তিনটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংকসহ অন্যান্য সামগ্রী পাওয়া যায়।

আটক রনজিতকে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজাসাবাদ শেষে রনজিৎ কুমার তনচংগ্যাকে চন্দ্রঘোনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী অস্রসহ ধৃত রনজিৎ কুমার তনচংগ্যাকে থানায় সোপর্দ করার কথা স্বীকার করে তাকে থানায় পুনরায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান।

আগামীকাল শুক্রবার (১৮ নভেম্বর) তাকে রাঙ্গামাটি আদালতে চালান দেওয়া হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবকেয়ার দাবিতে শাহ আমানত সেতু এলাকায় পোশাক শ্রমিকদের অবরোধ
পরবর্তী নিবন্ধএসএসসির ফল ২৮-৩০ নভেম্বরের মধ্যে