রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটের হোস্টেলের ২য় তলা থেকে পড়ে আহত হওয়া ছাত্র সাদিকুর রহমান আজ বুধবার (১৯ জুলাই) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
সাদিকুর রহমান গত ১৬ জুলাই হোস্টেলের ২য় তলা থেকে পড়ে মারাত্মক আহত হয়েছিলেন।
তিনি বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটের ৫ম পর্ব, ২য় শিফ্ট, কম্পিউটার ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন।
ইন্সটিটিউটের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার ছাত্র মো. সাদিকুল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, “হোস্টেলের ২য় তলা থেকে পড়ে আহত হওয়ার পর তাকে প্রথমে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চমেকে টানা ৪ দিন চিকিৎসার পর সে মারা যায়।”
তার মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান।
নিহত ছাত্রের লাশ পারিবারিক কবরস্থানে দাফনের জন্য ঢাকার আশুলিয়ায় তার গ্রামের বাড়িতে নেওয়া হবে বলে অধ্যক্ষ জানান।
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র মো. সাদিকুল ইসলামের অকাল মৃত্যুর খবরে সমগ্র পলিটেকনিক ইন্সটিটিউটে শোকের ছায়া নেমে আসে।