রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার মধ্যভাগ দিয়ে প্রবাহিত কর্ণফুলী নদীতে ডুবে ২ ছাত্র নিখোঁজ হয়েছেন। ঘটনার পরপরই খবর পেয়ে নৌবাহিনীর ডুবুরি দল এবং কাপ্তাই দমকল বাহিনীর কর্মীরা দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার অভিযান শুরু করেন।
ঘটনাটি ঘটেছে আজ বুধবার (১১ মে) বিকাল সাড়ে ৩টার সময় কাপ্তাই উপজেলার সীতারঘাট নামক স্থানে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে ৬ বন্ধু আজ বুধবার সকালে কাপ্তাই ভ্রমণে আসেন। আগতরা কাপ্তাইয়ের জুম রেস্তোরাঁ, প্রশান্তি পার্কসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।
বিকাল সাড়ে তিনটার সময় তারা কাপ্তাই উপজেলার চিৎমরম এলাকায় সীতারঘাট নামক স্থানে কর্ণফুলী নদীতে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে তারা সবাই সাঁতার কাটতে কাটতে নদীর মাঝখানে চলে যান। সেখান থেকে ৪ জন তীরে চলে আসতে পারলেও ২ জন পানিতে ডুবে যান। সঙ্গীরা তাৎক্ষণিক অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি।
পরে খবর পেয়ে স্থানীয়রাও নদীতে তাদের সন্ধানে নেমে পড়েন। এরই মধ্যে খবর পেয়ে নৌবাহিনীর ডুবুরি দল ও দমকল বাহিনীর কর্মীরাও ঘটনাস্থলে ছুটে আসেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এবং চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইকবাল বাহার চৌধুরীও ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার অভিযানে যোগ দেন।
কাপ্তাই দমকল বাহিনীর স্টেশন অফিসার নুরুল করিম জানান, বিকেল ৫টার সময় লোকেস বৈদ্য(১৯) নামে একজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি চট্টগ্রামের ইসলামিয়া কলেজের ছাত্র বলে জানা গেছে। তার বাবার নাম অপু বৈদ্য। তাদের গ্ৰামের বাড়ি বোয়ালখালী উপজেলার শাকপুরায়। চট্টগ্রামের সদরঘাট এলাকায় তার বাসা।
নিখোঁজ অপরজনের নাম অপূর্ব সাহা(১৮)।
৩নং চিৎমরম ইউনিয়নের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী জানান, ডুবুরিরা একজনের মরদেহ উদ্ধার করতে পেরেছে। আরেকজনের সন্ধানের জন্য সন্ধ্যার পরও উদ্ধার অভিযান চলছে।
এদিকে, নৌবাহিনীর ডুবুরি দল এবং কাপ্তাই দমকল বাহিনী সূত্রে জানা যায়, নিখোঁজ অপূর্ব সাহাকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।