কাপ্তাইতে বিরল প্রজাতির অজগর অবমুক্ত

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ৩ জুন, ২০২২ at ৯:০৭ অপরাহ্ণ

পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে বিরল প্রজাতির সোনালী রঙের একটি অজগর অবমুক্ত করা হয়েছে। অজগরটির ওজন ২২ কেজি এবং লম্বায় ১৮ ফুট।

সোনালী রঙের এবং এত লম্বা অজগর সাধারণত দেখা যায় না বলে জানান কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুুল হক মুরাদ।

কাপ্তাই কার্গো পারাপার এলাকা থেকে অজগরটিকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

অজগরটি একটি মুরগির খামারে ঢুকে মুরগি খেতে এসেছিল বলে ধারণা করা হয়। স্থানীয় লোকজন অজগরটি দেখে বন বিভাগকে খবর দেয়।

খবর পাওয়ার সাথে সাথে বন বিভাগের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে অক্ষত অবস্থায় অজগরটিকে উদ্ধার করে।

এ ব্যাপারে রাঙামাটি বন সংরক্ষক মো. সুবেদার ইসলাম জানান, গত ১৯ এপ্রিল একই ধরনের আরেকটি সোনালী রঙের অজগর কাপ্তাই থেকে বন বিভাগের কর্মীরা উদ্ধার করেছিল। ধারণা করা হচ্ছে এই অজগরটি তার সঙ্গী।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ছালেহ মো. শোয়াইব দুর্লভ প্রজাতির অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পারায় বনকর্মীদের এবং স্থানীয় জনগণ অজগরটির কোনো ক্ষতি না করায় ধন্যবাদ জানান।

তিনি উদ্ধার হওয়া অজগরটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করার জন্য নির্দেশ দিলে অজগরটিকে জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয় বলে জানান কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ।

পূর্ববর্তী নিবন্ধস্বর্ণ আমদানিতে উৎস কর প্রত্যাহারের পরিকল্পনা
পরবর্তী নিবন্ধযানজটে পড়ে তথ্যমন্ত্রী সমাবেশে এলেন মোটরসাইকেলে