কাপ্তাইয়ে ১৮ ফুট লম্বা অজগর অবমুক্ত

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ৪ ডিসেম্বর, ২০২২ at ৩:১৯ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলাধীন কাপ্তাই ন্যাশন্যাল পার্কে ১৮ ফুট লম্বা ও ১৭ কেজি ওজনের একটি অজগর অবমুক্ত করা হয়েছে।

রাঙামাটির বন সংরক্ষক মো. মিজানুর রহমান এবং পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ডিএফও ছালেহ মো. শোয়াইবের নির্দেশে অজগরটি অক্ষত অবস্থায় কাপ্তাই ন্যাশন্যাল পার্কের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, কাপ্তাই লেকে মাছ ধরার সময় একজন জেলের জালে অজগরটি ধরা পড়ে। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং অক্ষত অবস্থায় অজগরটি উদ্ধার করেন। পরে বন সংরক্ষক এবং বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে অজগরটি অক্ষত অবস্থায় কাপ্তাই ন্যাশন্যাল পার্কে অবমুক্ত করা হয়।

ডিএফও ছালেহ মো. শোয়াইব জানান, গত ৫ মাসে ১৩টি অজগর কাপ্তাই ন্যাশন্যাল পার্কে অবমুক্ত করা। অবমুক্ত হওয়া সবগুলো অজগর লোকালয় থেকে উদ্ধার হয়েছিল। খাবারের সন্ধ্যানে অজগরগুলো বনাঞ্চল থেকে লোকালয়ে চলে আসে এবং জনগণের হাতে ধরা পড়ে বলে বিভাগীয় বন কর্মকর্তা জানান।

পূর্ববর্তী নিবন্ধজনসভায় যাওয়ার পথে চন্দনাইশের আওয়ামী লীগ নেতার মৃত্যু
পরবর্তী নিবন্ধপলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী