কাপ্তাই লেকে পানি কম থাকায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এক ইউনিটে

পানি স্বল্পতায় ৬ উপজেলায় নৌ যোগাযোগ প্রায় বন্ধ

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ৭ মে, ২০২২ at ৫:১০ অপরাহ্ণ

বাংলাদেশের সর্ববৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই লেকে পানির উচ্চতা অস্বাভাবিক পরিমাণে হ্রাস পেয়েছে। লেকে পানি কম থাকায় কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনও কম করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে বর্তমানে শুধু ৪ নম্বর ইউনিট বিদ্যুৎ উৎপাদনে সচল রাখা হয়েছে। এই ইউনিট থেকে বর্তমানে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, রুলকার্ভ অনুযায়ী আজ শনিবার (৭ মে) কাপ্তাই লেকে পানি থাকার কথা ৮২ ফুট মীন সী লেভেল (এমএসএল) কিন্তু এই মুহূর্তে লেকে পানি আছে ৭৭ ফুট এম এস এল। লেকে পানি কম থাকায় ৫টি ইউনিটের সবগুলো চালু করা সম্ভব হচ্ছে না।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের কাপ্তাই লেকে পানি কম থাকার কথা স্বীকার করে অনাবৃষ্টি, খরা এবং কাপ্তাই লেকের গভীরতা কমে যাওয়ায় লেকে পানি কম রয়েছে বলে জানান।

এদিকে, লেকে পানি কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনে বিপর্যয় নামার পাশাপাশি কাপ্তাই লেকে নৌ যোগাযোগেও স্থবিরতা নেমে এসেছে।

লেকে পানি কম থাকায় রাঙামাটি উপজেলা সদরসহ বিলাইছড়ি, জুরাছড়ি, লংগদু, বরকল, নানিয়ারচর, বাঘাইছড়ি উপজেলায় নৌ যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। নৌযান চলাচল বন্ধ থাকায় স্বাভাবিক যাতায়াত করা যাচ্ছে না। এর ফলে সর্বস্তরের জনগণ চরম বিপাকে পড়েছেন।

কাপ্তাই লেকে পানি কম থাকায় নৌ চলাচলে ভোগান্তির কথা স্বীকার করেছেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান।

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, “লেকে পানি কম থাকায় নৌকা নিয়ে দুর্গম ঠেগামুখ যাওয়া কঠিন হয়ে পড়েছে।”

রাঙামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার জানান, পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত মানুষকে এই ভোগান্তি পোহাতেই হবে।

এখন টানা ভারি বৃষ্টিপাতের জন্য অপেক্ষা করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে পুত্রকে জবাই করে হত্যা চেষ্টা পিতার
পরবর্তী নিবন্ধইজিবাইকে ওড়না পেঁচিয়ে সড়কে, আরেক গাড়ির চাপায় মৃত্যু