অসময়ের বৃষ্টিতে কাপ্তাই লেকে বেড়েছে পানি-বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:৪৮ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলায় গতকাল শনিবার এবং আজ রবিবার হঠাৎ ভারী বৃষ্টিপাত হয়। টানা দেড় ঘন্টার ভারী বৃষ্টিতে কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পায়। আর লেকে পানি বৃদ্ধির সাথে সাথে বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পায়।

বর্তমানে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট সচল রয়েছে। কাপ্তাইয়ে ৫টি ইউনিট থেকে ২১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে এখন যার পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের আজ রবিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার সময় আজাদীকে বলেন, “রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী আজ কাপ্তাই লেকে পানি থাকার কথা ৯৯ ফুট মীন সী লেভেল (এমএসএল) কিন্তু লেকে এখন পানি রয়েছে ১০৫.৪৫ ফুট এমএসএল। প্রয়োজনের তুলনায় বর্তমানে ৬ ফুট পানি বেশি রয়েছে।”

তিনি বলেন, “এবার ভরা বর্ষার সময় কাপ্তাইয়ে বৃষ্টি হয়নি। জুন-জুলাই মাসের বৃষ্টিতে কাপ্তাই লেক পানিতে টইটম্বুর থাকার কথা। অথচ তখন পানির অভাবে আমরা বিদ্যুৎ কেন্দ্র চালু রাখতেই হিমশিম খাচ্ছিলাম। আগস্ট মাসের ২ তারিখ পর্যন্ত কাঙ্খিত বৃষ্টির দেখা ছিল না। বৃষ্টির অভাবে কাপ্তাই লেকের পানি ৭০ ফুট এমএসএলে নেমে আসে। আর মাত্র ৩ ফুট পানি কমলেই কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হতো না। এমন পরিস্থিতিতে পানির অভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করার উপক্রম হয়।”

কিন্তু ৩ আগস্ট হঠাৎ ভারী বৃষ্টিপাত শুরু হয়। টানা ১৫ আগস্ট পর্যন্ত বৃষ্টি চলে। এই টানা বৃষ্টিতে কাপ্তাই লেকে ২৫ ফুট পানি বৃব্ধি পায়। এরপর মাঝে মধ্যে থেমে থেমে ভারী বৃষ্টি হয়। বৃষ্টি বাড়ার সাথে সাথে বিদ্যুৎ উৎপাদনও বাড়ানো হয়। সর্বশেষ ১ ও ২ সেপ্টেম্বরের বৃষ্টিতে পানির পারিমান রুলকার্ভ ছেড়ে যায়।

তবে লেকে পানি বৃদ্ধি পেলেও কাপ্তাই বাঁধের পানি ছাড়ার এখনো সময় হয়নি বলেও ব্যবস্থাপক আব্দুজ্জাহের জানান।

তিনি বলেন, “লেকে পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। এখন পানি রয়েছে ১০৫ ফুটের উপরে। আরো ৩ ফুট পানি বৃদ্ধি পেলেই কাপ্তাই লেকের পানি ছাড়া হবে।”

প্রসঙ্গত, কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে অত্যন্ত কম খরচে বিদ্যুৎ উৎপন্ন হয়। প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে প্রায় ৩০ পয়সা খরচ পড়ে। বিদ্যুৎ উৎপাদন খরচ কম হওয়ার কারণে প্রতি বছর কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র কোটি কোটি টাকা মুনাফা করে আসছে।

পূর্ববর্তী নিবন্ধফের বাড়লো গ্যাসের দাম
পরবর্তী নিবন্ধআফগানিস্তানকে বড় ব্যবধানে হারালো টাইগাররা