কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। গত দুই দিনের ভারী বৃষ্টিতে কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পায়। পানি বৃদ্ধির সাথে সাথে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে।
কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, বর্তমানে কাপ্তাই লেকে রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী পানির লেভেল ৭৫.২৫ ফুট মীন সী লেভেল। গত দুই দিনের বৃষ্টিতে প্রায় ৭ ফুট পানি বৃদ্ধি পায় বলে জানা গেছে। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর এবং দুই নম্বর ইউনিট উৎপাদনে রয়েছে।
এই দু’টি ইউনিট থেকে ৩০ মেগাওয়াট হারে মোট ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এর আগে শুধু একটি ইউনিট সচল ছিল। ওই একটি ইউনিট থেকে মাত্র ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। বৃষ্টির পরিমাণ আরো বাড়লে বিদ্যুৎ উৎপাদনও আরো বৃদ্ধি পাবে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বশীল একটি সূত্র জানায়, এতদিন কাপ্তাই লেকে পানি কম থাকায় একটি মাত্র ইউনিট উৎপাদনে সক্ষম ছিল। বর্তমানে কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পাওয়ায় কর্তৃপক্ষের নির্দেশে দু’টি ইউনিট উৎপাদনে সচল রয়েছে।