পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই উপজেলায় ৩ কেজি ওজনের একটি মাশরুম পাওয়া গেছে।
আজ শুক্রবার(১০ জুন) উপজেলা সদরের বরইছড়িতে মাশরুমটি পান স্থানীয় মোহাম্মদ বাবু নামের এক যুবক।
মাশরুমটি তিনি চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল এলাকায় ৩ হাজার টাকায় বিক্রি করেছেন বলে জানান।
বাবু জানান, তিনি শুক্রবার বরইছড়ি পাড়ায় মাটির উপর মাশরুমটি দেখতে পেয়ে সংগ্রহ করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, সাধারণত এতবড় মাশরুম দেখা যায় না।
মাশরুমটিকে দুর্লভ বলেও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মন্তব্য করে।
এ ব্যাপারে কাউখালী উপজেলার ওয়াগ্গা বাজারের মাশরুম চাষী আনন্দময় চাকমা জানান, তিনি দীর্ঘ কয়েক বছর ধরে মাশরুম চাষ করছেন। এতবড় এবং ৩ কেজি ওজনের মাশরুম তিনি দেখেননি বলে জানান। স্থানীয় বাজারে সাধারণ মাশরুম কেজি এক হাজার টাকায় বিক্রি হয়।
এই মাশরুম আরো বেশি দামে বিক্রি হবে বলেও তিনি মন্তব্য করেন।












