রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলা থেকে প্রায় বিলুপ্ত দু’টি ময়না পাখি উদ্ধার করেছে বন বিভাগ। পরে উদ্ধার হওয়া ময়না দু’টিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, এক ব্যক্তি প্রায় বিলুপ্ত দু’টি ময়না পাখি খাঁচায় বন্দী করে কাপ্তাই নতুনবাজারে বিক্রি করতে আনে।
গোপন সূত্রে বন বিভাগ খবর পেয়ে দ্রুত কাপ্তাই নতুন বাজারে অভিযান পরিচালনা করে পাখি দু’টিকে উদ্ধার করে।
ঘটনাটি ঘটেছে আজ বুধবার(১০ আগস্ট) দুপুরে।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, এই ধরনের ময়না পাখি এখন বনে জঙ্গলে সচরাচর দেখা যায় না। ময়না দু’টি উদ্ধারের পর পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা(ডিএফও) ছালেহ মো. সোয়াইবের নির্দেশে আজ বুধবার কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।