কাপ্তাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ জুন, ২০২৩ at ১১:১২ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমি (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যায় কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। সুমির বাবার নাম মো. শফিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসা ছাত্রী সুমি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় খেলার সময় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সীমানা দেওয়ালের উপর উঠে। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমি নিচে পড়ে যায়।

কাপ্তই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বলেন, “মেয়েটি সম্ভবত খেলা করতে করতে স্কুলের সীমানা দেওয়ালের উপরে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। স্কুলের নাইট গার্ড দ্রুত তাকে উদ্ধার করে তাৎক্ষণিক স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান।”

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ ঘটনাটি শুনেছেন বলে জানান।

তিনি বলেন, “ঐ ছাত্রী আহত হওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে চন্দ্রঘোনা দোভাষী বাজারে আরেকটি হাসপাতালে নেওয়া হলে ঐ হাসপাতালের চিকিৎসক সুমিকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে ঘটনা শোনার সাথে সাথে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সরেজমিন পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নিতে বলেছেন বলে জানান।

কাপ্তাই থানার ওসি মো. জসিম উদ্দীন রাত ১০টার সময় মোবাইল ফোনে এই প্রতিনিধিকে জানান, তিনি ঘটনাস্থলে পুলিশ ফোর্সসহ একজন পুলিশ পরিদর্শককে পাঠিয়েছেন। তারা এখনো থানায় ফিরে আসেননি। পুলিশ প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার পৌর আওয়ামী লীগের ১৩ নেতা বহিষ্কৃত
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা