কাপ্তাই লেকে ডু‌বে শিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ২৩ জুন, ২০২৩ at ৯:১৭ অপরাহ্ণ

রাঙামা‌টির কাপ্তাই হ্রদে গোসল কর‌তে নে‌মে পা‌নি‌তে ডু‌বে মারা গে‌ছে তন্ময় বড়ুয়া (২০) না‌মে এক শিক্ষার্থী।

আজ শুক্রবার (২৩ জুন) বিকাল ৫টার দি‌কে রাঙামা‌টি পৌরসভার শরীয়তপুর সংলগ্ন বালুচরে এ ঘটনা ঘ‌টে।

মৃত তন্ময় বড়ুয়া শহ‌রের রিজার্ভ বাজার ১নং পাথরঘাটার নেপাল বড়ুয়ার সন্তান। তিনি রাঙামা‌টি সরকারি ক‌লে‌জের অনার্স ১ম ব‌র্ষের শিক্ষার্থী।

বিষয়‌টি স্বীকার ক‌রে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ‌রিফুল আ‌মিন ব‌লেন, “ফুটবল খেলার পর বালুচর নামক জায়গায় গোসল কর‌তে নে‌মে তন্ময় বড়ুয়া পা‌নি‌তে ডু‌বে মারা যায়। ফায়ার সা‌ভি‌সের ডুবুরি দল তার মর‌দেহ উদ্ধার ক‌রে। প‌রে রাঙামা‌টি জেনা‌রেল হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে। আইনী পরবর্তী ব্যবস্থা নেয়া হ‌চ্ছে।”

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ার চরতি ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সিমেন্ট বোঝাই ট্রাক