কাপ্তাইয়ের দুর্গম পাহাড়ি এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে নিহত ১

দুই আঞ্চলিক দলের আধিপত্য বিস্তার

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি, ২০২৩ at ১:০৭ পূর্বাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বুধবার (২৫ জানুয়ারি) দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গংগ্রিছড়া এলাকায়।

জানা গেছে, পাহাড়ের দুই আঞ্চলিক দলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোলাগুলি হয়। ঐ গোলাগুলিতে একজনের মৃত্যু হয়।

খবর পেয়ে সেনাবাহিনী এবং চন্দ্রঘোনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। বুধবার রাত প্রায় ১১টার সময় পুলিশ মরদেহ উদ্ধার করে চন্দ্রঘোনা থানায় নিয়ে আসে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত ১২টার সময় আজাদীকে বলেন, “ঘটনাটি অত্যন্ত দুর্গম এলাকায় ঘটার কারণে খবর পেতে দেরি হয়েছে। তবে পুলিশ মরদেহ উদ্ধার করলেও তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা যায়নি। তবে নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩২ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা বলেন, “ঘটনাটি ঘটেছে দুর্গম এলাকায়। তবে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তাৎক্ষণিক তা জানা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে গংগ্রিছড়া এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এলাকায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে স্থানীয় জনগণকে নিরাপদ এবং ভয়হীনভাবে অবস্থান করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধল্যাবের রিপোর্ট আগেই স্বাক্ষর করা
পরবর্তী নিবন্ধরামগড়ে শ্যালকের হাতে দুলাভাই হত্যা পারিবারিক বিরোধের জেরে : পুলিশ