কাপ্তাইয়ে আগুনে ৮ লাখ টাকার ক্ষতি

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ১১ এপ্রিল, ২০২৩ at ৬:০৭ অপরাহ্ণ

পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই উপজেলার দু’টি ঘরে আগুন লেগে ৮ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হওয়ার পাশাপাশি বৈশাখী উৎসব মুহূর্তে বেদনায় পরিণত হয়ে যায়।

আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয় গুনমোহন তনচংগ্যা এবং সুজন কুমার তনচংগ্যার বসতঘর।

গুনমোহন তনচংগ্যা এবং সুজন কুমার তনচংগ্যা সম্পর্কে শালা-দুলাভাই। এই দুর্ঘটনায় দুই পরিবারের ১২ জন সদস্য বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (১১ এপ্রিল) উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভাঙ্গামুড়া নামক পাহাড়ি এলাকায়।

জানা গেছে, ঐ দুই পরিবারের সকল সদস্য আজ মঙ্গলবার সকাল ৯টার সময় ঘরে তালা লাগিয়ে চিৎমরম বৌদ্ধ বিহার মাঠে আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে যোগ দিতে যান। এর কিছুক্ষণ পর হঠাৎ বাঁশ ও বেতের বেড়া এবং টিনের চালা দেওয়া ঘরে আগুন ধরে উঠে। মুহূর্তেই আগুনে পাশাপাশি অবস্থিত দু’টি ঘর দাউ দাউ করে জ্বলে উঠে এবং অল্প সময়ের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়।

তবে ঘরে আগুন লাগার বিষয়ে পরষ্পর দু’টি তথ্য পাওয়া গেছে।

স্থানীয় ইউপি সদস্য নবীন কুমার তনচংগ্যা জানান, সোলার বিদ্যুৎ সংযোগ থেকে শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

পরিবারের বৃদ্ধা এক নারী চিৎমরম যাবার পূর্বে ঘরে রক্ষিত বুদ্ধের আসনে শ্রদ্ধা জানিয়ে মোমবাতি এবং আগর বাতি জ্বালিয়ে যান। ঐ মোমবাতি এবং আগর বাতির আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলেও কেউ কেউ অভিমতে জানান।

তবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের কারো সাথে কথা বলা সম্ভব হয়নি। এই আগুনে দুই পরিবারের ঘরে রাখা অলংকার, নগদ টাকা, আসবাবপত্র, ৮ মন হলুদ, ধান এবং অন্যান্য সামগ্রী পুড়ে যায় বলে জানা গেছে।

এতে প্রায় ৮ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়।

পূর্ববর্তী নিবন্ধকাস্টমসের মাটিচাপা দেওয়া পোলট্রি ফিড বিক্রিকালে গ্রেফতার ৫
পরবর্তী নিবন্ধউখিয়ায় রোহিঙ্গা শিবিরে পুলিশের গুলিতে ‘আরসা কমান্ডার’ নিহত