কাপ্তাইয়ের চিৎমরমে আগুনে ২ বসতঘর পুড়ে ছাই

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:২৪ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মুসলিম পাড়ায় আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার সময় আগুনে ২টি টিনের তৈরি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ নিজস্ব প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে আজ সোমবার ৩নং চিৎমরম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মুসলিম পাড়ায়।

আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে স্থানীয় জনগণ ছুটে এসে যে যেভাবে পারে পানি ছিটিয়ে এবং পাশের ঘরের বেড়া কেটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই আব্দুল জলিল এবং অপর একজনের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে থানা থেকে পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আগুনে হতাহত এবং ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।”

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার পাসপোর্ট অফিস থেকে দুই দালাল আটক
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় ভাগ্নিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মামার মাথা ফাটালো বখাটেরা