এবারের ঈদ-উল-আযহার ছুটিতে রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলাস্থ বিভিন্ন বিনোদন কেন্দ্রে পর্যটকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। দলে দলে মানুষ বিনোদন কেন্দ্রগুলোতে আসছেন এবং বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উপভোগ করছেন।
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম এবং ফেনীসহ দেশের বিভিন্ন এলাকা থেকেও অনেককে দেখা গেছে পরিবার-পরিজন নিয়ে কাপ্তাই ভ্রমণে আসতে। আবার অনেককে কর্ণফুলী নদী পথে নৌ বিহার করতে করতে কাপ্তাই আসতেও দেখা গেছে।
কাপ্তাইয়ের অন্যতম বিনোদন কেন্দ্র প্যানোরমা জুম রেস্তোরাঁ, লেক ভিউ আইল্যান্ড, লেক প্যারাডাইস পিকনিক স্পট, লেকশোর, প্রশান্তি, বনশ্রী, নিসর্গসহ প্রতিটি বিনোদন কেন্দ্র ছিল লোকে লোকারণ্য। আবার অনেককে দেখা গেছে বোর্ট রিজার্ভ করে কাপ্তাই লেকে নৌ ভ্রমণ করছেন।
বিনোদন কেন্দ্র জুম রেস্তোরাঁর ম্যানেজার মো. আরাফত জানান, ঈদের দিন থেকে এখানে পর্যটকদের ভিড় ছিল। অনেকে রাত্রিযাপন করার জন্য কটেজ রিজার্ভ করেন।
নিসর্গ রিভার ভ্যালী পড হাউজের ম্যানেজার মো. মাসুদ আলম জানান, তাদের ১০টি পড হাউজের সবগুলোই আগামী ১৫ দিন পর্যন্ত বুকিং হয়ে গেছে।
পরিবেশ এবং আবহাওয়া স্বাভাবিক থাকায় এবার অনেক বেশি সংখ্যক পর্যটক কাপ্তাই আসছেন বলে বিভিন্ন বিনোদন কেন্দ্রের পরিচালকরা এই প্রতিনিধিকে জানান।
চট্টগ্রামের হালিশহর থেকে ৫টি মাইক্রোবাসে চড়ে প্রায় ৫০ জনের একটি দল আজ শনিবার (১ জুলাই) কাপ্তাই আসেন। তাদের সাথে জুম রেস্তোরাঁয় এই প্রতিনিধির কথা হয়।
তাদের একজন একটি কলেজের অধ্যাপক মো. শাখাওয়াত হোসেন বলেন, “আমরা ঈদের আগেই ঠিক করে রেখেছিলাম ১ জুলাই কাপ্তাই বেড়াতে আসব। আগে ধারণা ছিল বৃষ্টি হতে পারে কিন্তু বৃষ্টি না হওয়ায় আমরা সবাই অনেক আনন্দেই কাপ্তাই ভ্রমণ সম্পন্ন করলাম।”
জুম রেস্তোরাঁর ইলেকট্রিক ট্রেন ছিল শিশুদের কাছে অনেক পছন্দের। বিপুল সংখ্যক শিশু-কিশোর ইলেকট্রিক ট্রেনে চড়ে আনন্দ করে। অনেকে দোলনায় চড়েও মজা করে।
ফেনীর মাস্টারপাড়া থেকে ঈদের ছুটিতে কাপ্তাই আসেন নবদম্পতি সৌরভ ও সোহাগী।
তারা জানান, তারা আগে কখনো কাপ্তাই আসেননি। আজ সকালে তারা কাপ্তাইয়ে আসেন এবং বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন। তারা কাপ্তাই ভ্রমণ করে অত্যন্ত আনন্দিত হয়েছেন বলেও জানান।
এদিকে, কাপ্তাইয়ে পর্যটকের সংখ্যা বেশি হওয়ায় বিভিন্ন বিনোদন কেন্দ্রের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয় বলেও জানা গেছে।
কাপ্তাইয়ে বেড়াতে আসা কোনো পর্যটক যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে না পড়েন সেজন্য ব্যবস্থা করা ছিল।