রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলায় আজ রবিবার (২৭ আগস্ট) বৃষ্টির পানিতে পড়ে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম মো. জিহাদ (১২)। তার বাবার নাম মাহবুব আলম মাসুদ।
জানা গেছে, প্রতিবন্ধী শিশুটিকে নিয়ে তার মা কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনাস্থ চুনারভাটি এলাকায় সকাল ১০টার সময় পারিবারিক কাজে গিয়েছিলেন। তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সেই সময় পাহাড়ি ছড়ায় বৃষ্টির পানি প্রবল স্রোতে বয়ে যাচ্ছিল। অকস্মাৎ শিশুটি পাহাড়ি ছড়ার স্রোতে পড়ে গেলে পানির তোড়ে দূরে হারিয়ে যায়।
এ সময় শিশুটির মায়ের চিৎকারে আশপাশ থেকে লোকজন ছুটে এসে তারা ছড়ার পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করে ঘটনাস্থল থেকে প্রায় আধ কিলোমিটার দূরে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
খবর পেয়ে দুপুর বারোটার সময় কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনাস্থলে ছুটে আসেন। শিশুটির পরিবারের আবেদনের প্রেক্ষিতে এবং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সুপারিশে কর্তৃপক্ষের পরামর্শে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার হোসেন মিলন জানান, আজ রবিবার প্রবল বেগে সকাল থেকে বৃষ্টি শুরু হয় এবং এই বৃষ্টির স্রোতে পাহাড়ি ছড়াগুলোর পানির উচ্চতা আশঙ্কাজনক হারে বেড়ে যায় এবং ছড়ায় প্রচণ্ড স্রোতের সৃষ্টি হয়। ওই স্রোতেই শিশু জিহাদ পানিতে পড়ে ভেসে যায় এবং মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে।