স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট মানুষ গড়ে তুলতে হবে

কাপ্তাইয়ে সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটে শিক্ষক-অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ১৪ জুন, ২০২৩ at ৯:১৪ অপরাহ্ণ

কারিগরি শিক্ষাকে আরো গুরুত্বপুর্ণ ও এর প্রসার বৃদ্ধির লক্ষে ‘স্মার্ট শিক্ষা, স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটে(বিএসপিআই) আজ বুধবার (১৪ জুন) এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি এবং দিনব্যাপী শিক্ষক ও অভিভাবক সম্মেলনের আয়োজন করা হয়।

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে এবং সকল অভিভাবক ও স্থানীয় সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতে র‌্যালিটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে। এসময় উপস্থিত ছিলেন বিএসপিআই’র অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার।

পরে বিএসপিআই ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় দিনব্যাপী অভিভাবক সম্মেলন।

বিএসপিআই’র অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমন দে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকৌশলী মোশাররফ হোসেন এবং প্রকৌশলী ওমর ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সময় লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা। ইতোমধ্যে সেই লক্ষ পূরণ হয়েছে। এখন প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার। আর সেই লক্ষকে সামনে রেখেই প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছেন। তবে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আগে স্মার্ট শিক্ষা এবং স্মার্ট মানুষ গড়ে তুলতে হবে। আর স্মার্ট বাংলাদেশ গড়তে হলে কারিগরি শিক্ষায় শিক্ষিতরাই অগ্রণী ভূমিকা রাখতে পারবে।”

তিনি সবাইকে কারিগরি শিক্ষায় বেশি মনোনিবেশ করারও পরামর্শ দেন।

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট দুই হাজার শিক্ষার্থীকে কারিগরি শিক্ষায় সুদক্ষ করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

ইন্সটিটিউটের অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার বলেন, “আমরা শিক্ষার্থীদের সুদক্ষ কারিগর হিসেবে গড়ে তুলতে মেকানিক্যাল টেকনোলজি, ইলেকট্রিক টেকনোলজি, অটোমোবাইল টেকনোলজি, সিভিল (উড) টেকনোলজি, কনস্ট্রাকশন টেকনোলজি এবং কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি ডিপার্টমেন্টের মাধ্যমে কাজ করে যাচ্ছি। বিএসপিআই থেকে কারিগরি শিক্ষা নিয়ে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশ-বিদেশে সুনাম ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে।”

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের ভিসা নীতির কারণে আওয়ামী লীগ নেতাদের হাঁটু কাঁপছে
পরবর্তী নিবন্ধএ কে খানে বাস থেকে দেড় কোটি টাকার হেরোইন উদ্ধার