কাপ্তাইয়ে অবৈধ ইটভাটাকে ৩০ হাজার টাকা জরিমানা

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ২১ জুন, ২০২৩ at ১০:১৮ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলায় একটি অবৈধ ইটভাটাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।একই সাথে ইটভাটাটি বন্ধ করে দেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে আজ (২১ জুন) উপজেলার রাইখালী ইউনিয়নে। কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে স্বাক্ষরিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সংক্রান্ত প্রতিবেদনে বলা হয় হাইকার্টের নির্দেশনার প্রেক্ষিতে রিট পিটিশন নম্বর ১২০৪/২০২২ এর আদেশ মোতাবেক এবং রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখার স্মারকমূলে আজ বুধবার (২১ জুন) বিকালে উপজেলার রাইখালী ইউনিয়নের ভালুকিয়া নামক স্থানে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা পরিচালনা করায় ইটভাটা কর্তৃপক্ষকে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সথে অবৈধভাবে নির্মিত ইটভাটাটি বন্ধ করে দেওয়া হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার বলেন, “অবৈধভাবে কোথাও কেউ কোনো ইটভাটা চালাতে পারবে না। ভবিষ্যতে এরকম তথ্য পাওয়া গেলে আরো কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পূর্ববর্তী নিবন্ধরাজশাহী-সিলেট দুই সিটিতেই নৌকার মেয়র
পরবর্তী নিবন্ধবাংলাদেশের নির্বাচন নিয়ে প্রত্যাশা স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র : কিরবি