কাপ্তাইয়ে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৫

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ নভেম্বর, ২০২৩ at ১০:১৭ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে মোটরসাইকেল এবং সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।

আহতরা হলেন মো. রুবেল (৩৮), নুরুল আমিন (৫০), মো. আরিফ (২৫), মো. রবিউল (২২) এবং আফরোজা বেগম (৩০)।

আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় কাপ্তাই-চট্টগ্রাম সড়কের জাতীয় উদ্যান এলাকায়।

জানা গেছে, অটোরিকশাটি লিচুবাগান থেকে যাত্রী নিয়ে কাপ্তাইয়ের দিকে এবং মোটরসাইকেলটি ২জন আরোহী নিয়ে লিচুবাগানের দিকে যাচ্ছিল।

কাপ্তাই সড়কের জাতীয় উদ্যান সংলগ্ন হাতির গেটের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন কাপ্তাই যাচ্ছিলেন। দুর্ঘটনা দেখে তিনি তাৎক্ষণিক কাপ্তাই থানার ওসি এবং ফায়ারসার্ভিসকে খবর দেন এবং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসারকে জানান।

খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য একজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়। মোটরসাইকেল এবং অটোরিকশা কাপ্তাই থানা হেফাজতে আছে বলে জানান ওসি মো. জসিম উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কাকে হারিয়ে সেমিতে এক পা নিউজিল্যান্ডের
পরবর্তী নিবন্ধগাজায় লড়াইয়ে প্রতিদিন চার ঘণ্টা বিরতি দেবে ইসরায়েল