কাপ্তাইয়ে তেলের গাড়ি-মাছ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর, ২০২২ at ৮:১৭ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলায় তেলের গাড়ির সাথে মাছ বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৪ জন মারাত্মক আহত হয়েছে।

আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে কাপ্তাই উপজেলার শিলছড়ি-সীতারঘাট এলাকায়।

ঘটনার পরপরই কাপ্তাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়।

আহতদের মধ্যে তাৎক্ষণিক দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন তেলবাহী গাড়িচালক রনি (৩৪) ও মাছ বোঝাই ট্রাকের চালক আকতার হোসেন।

তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি কাপ্তাই থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। প্রথমে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় পথচারী আমজাদ হোসেন বলেন, “মাছ বোঝাই ট্রাক (পিরোজপুর ন ১১-০০৬৩) চট্টগ্রামের দিকে যাচ্ছিল। আর তেলবাহী গাড়ি (যশোর ট ১১-০১৬০) কাপ্তাইয়ের দিকে যাচ্ছিল।

এসময় শীলছড়ি-সীতারঘাট এলাকায় গাড়ি দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর স্থানীয় জনগণ আহতদের উদ্ধারে এগিয়ে আসে।

পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান চালায়।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে যুবকের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধসিআইইউর দুই দিনব্যাপী অ্যাডমিশন ফেস্টিভল শুরু ৪ সেপ্টেম্বর