ঝালকাঠিতে বাস পুকুরে পড়ে ১৭ জনের মৃত্যু

আজাদী অনলাইন | শনিবার , ২২ জুলাই, ২০২৩ at ১২:১৪ অপরাহ্ণ

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১৭ জনের প্রাণ গেছে; আহত হয়েছেন অন্তত ১৮ জন।

আজ শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় খুলনা-ঝালকাঠি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বাশার স্মৃতি পরিবহনের বাসটি ভাণ্ডারিয়া থেকে ঝালকাঠির উদ্দেশে ছেড়ে আসে। ছত্রকান্দায় পৌঁছে বাসের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি উল্টে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়।

ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান শুরুর পর ঘটনাস্থল থেকে ১৩ জনের লাশ উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয় বলে জানান জেলার সিভিল সার্জন ডা. জহিরুল ইসলাম।

তিনি জানান, ২১ জনকে আহত উদ্ধার করা হয়েছে। তাদের পাঁচজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ঝলকাঠি ও রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

এদিকে, দুর্ঘটনার পর থেকে খুলনা-ঝালকাঠি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রাস্তার দুই দিকে শত শত যানবাহন আটকা পড়েছে।

পূর্ববর্তী নিবন্ধডা. আফছারুল আমীনের সৎকর্ম অনুসরণ করলেই নতুন প্রজন্ম লাভবান হবে
পরবর্তী নিবন্ধটেকনাফে অপহৃত এনজিওকর্মী ও রোহিঙ্গাকে উদ্ধার, অস্ত্রসহ গ্রেপ্তার ২