জালালাবাদ ওয়ার্ডে অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

| রবিবার , ১৩ আগস্ট, ২০২৩ at ৮:১৮ অপরাহ্ণ

কাউন্সিলর আলহাজ্ব মো. সাহেদ ইকবাল বাবুর ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় আজ রবিবার (১৩ আগস্ট) লিডার্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ২নং জালালাবাদ ওয়ার্ডে অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪০০ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো. সাহেদ ইকবাল বাবু’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডার্স স্কুল এন্ড কলেজ-এর প্রিন্সিপাল কর্নেল আবু নাসের মো. তোহা।

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল তোহা বলেন, “দান-সদকা করলে মনে শান্তি আসে। দানের কারণে নানা বালা-মুসিবত থেকে মহান রব আমাদের হেফাজত করেন। দান করলে ধন বেড়ে যায় কমে না। তাই দানের হাত প্রসারিত করলে আমাদের ও প্রতিবেশী গরীব-দুঃখীসহ অনেকের উপকার হয়।”

কাউন্সিলর আলহাজ্ব মো. সাহেদ ইকবাল বাবু বলেন, “বর্তমান পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষের জীবন থমকে গেছে। আওয়ামী লীগ সরকার জনগণের সুখ-দুঃখে পাশে থাকে। অতীতের মতো এবারও সরকার অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি সেবাসহ ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেছে।”

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজসেবক কাজী জাফর সাদেক, মো. বখতেয়ার আলম, হারুন জালালাবাদী, মো. মজিবুল হাসান মনি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসারা পৃথিবীর মানুষের কাছে ভারত এখন স্বর্গ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ছরা থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার