ইতালিতে ফ্লাইওভার থেকে বাস পড়ে নিহত ২১

আজাদী অনলাইন | বুধবার , ৪ অক্টোবর, ২০২৩ at ৩:৫৪ পূর্বাহ্ণ

ইতালির ভেনিস শহরের কাছে ফ্লাইওভার থেকে পর্যটকবাহী একটি বাস পড়ে আগুন ধরে গেলে দুই শিশু সহ কমপক্ষে ২১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে ১২ জন।

মেস্তর জেলায় বাসটি ভেনিসের সাথে সংযোগকারী একটি ব্রিজের রেলিং ভেঙে কাছাকাছি রেললাইনে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

পর্যটকদের ভেনিস থেকে মার্ঘেরা জেলার কাছাকাছি একটি ক্যাম্পসাইটে নিয়ে যাওয়ার জন্য বাসটি ভাড়া করা হয়েছিল।

এই দুর্ঘটনাকে একটি ‘বড় ট্র্যাজেডি’ উল্লেখ করে ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, “একটি ভয়াবহ দুর্ঘটনা, বলার মতো কোনো ভাষা নেই।”

বাসটি পর্যটকদের নিয়ে ক্যাম্পসাইটটিতে ফিরে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে।

দুর্ঘটনার কারণ এখনও জানা না গেলেও উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে কাজ করছেন।

কিছু কিছু সংবাদে বলা হয়েছে মিথেন গ্যাস দ্বারা চালিত বাসটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসলে এতে আগুন ধরে যায়।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দুর্ঘটনাটির খবরাখবর নেয়ার পাশাপাশি এ ঘটনায় হতাহত ও তাদের পরিবার এবং বন্ধুদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা