পাহাড় ধসের শংকায় সরানো হচ্ছে মানুষ

আজাদী অনলাইন | শনিবার , ৫ আগস্ট, ২০২৩ at ৮:৫৮ অপরাহ্ণ

বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিতে থাকা লোকজনকে সরিয়ে নিতে বিভিন্ন স্থানে আশ্রয় কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন।

লোকজনকে নিরাপদ সরে যেতে নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান, ভারি বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে ১৯টি আশ্রয় কেন্দ্র করা হয়েছে। সকাল থেকে মাইকিং করে তাদের সরে যেতে বলা হচ্ছে।

তিনি বলেন, “কিছু সংখ্যক লোক আশ্রয় কেন্দ্রে গেলেও বেশিরভাগ যায়নি। আমরা সন্ধ্যার মধ্যে তাদের সরিয়ে নেব।”

আজ শনিবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চট্টগ্রাম আমবাগান আবহাওয়া অফিস।

আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি আরও বাড়ার শঙ্কার কথা জানিয়ে চট্টগ্রাম আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল বলেন, “আজ রাত ১২টার থেকে অতিভারি বর্ষণ হতে পারে চট্টগ্রামে যা আগামীকাল রবিবার সারাদিন স্থায়ী থেকে পরশু দিনও (সোমবার) থাকতে পারে।”

তিনি বলেন, “মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাত হচ্ছে যা স্বাভাবিক বিষয়।”

টানা গরমের পর গত বৃহস্পতিবার চট্টগ্রামে বৃষ্টি শুরু হয় যা ওইদিন রাত থেকে বেশিমাত্রায় হতে থাকে।

রাতভর বৃষ্টিতে গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা দেখা যায়। সকাল সাড়ে ৭টার দিকে নগরীর অন্যতম প্রধান লালখান বাজার-টাইগার পাস সড়কের পাশে পাহাড়ের একাংশ ধসে রাস্তায় একটি মাইক্রোবাসের উপর পড়ে। সড়কটির এক পাশ বন্ধ হয়ে যাওয়ার পর দুই ঘণ্টার চেষ্টায় মাটি সরিয়ে রাস্তা সচল করা হয়।

শুক্রবার দুপুরের পর বৃষ্টি বন্ধ হলেও আজ শনিবার ভোর থেকে তা পুনরায় বাড়তে থাকে। শনিবার সকাল থেকে চট্টগ্রামে বিভিন্ন মাত্রায় বৃষ্টি হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধলাগাতার বৃষ্টিতে কাপ্তাইয়ে আতঙ্কে শত শত পরিবার
পরবর্তী নিবন্ধমালয়েশিয়ায় ২৫২ অবৈধ বাংলাদেশী আটক