ভারতীয় সহকারী হাই কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ভারতীয় খাবার ও চলচ্চিত্র উৎসব’।
শনিবার (১৮ নভেম্বর) সকালে নগরের নন্দন কাননস্থ থিয়েটার ইন্সটিটিউটে এ উৎসবের উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন।
এসময় উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. অনুপম সেন ভারতের নেতৃত্বের প্রশংসা করেন এবং বিশ্ব বৈশ্বিক সমস্যা সমাধানের জন্য ভারতের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেন।
এসময় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন তার বক্তব্যে বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন সংস্কৃতি বিশেষ করে ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সঙ্গীত, সাহিত্য ও শিল্পের প্রতি অনুরাগ দুই দেশের মানুষকে আবদ্ধ করে রেখেছে।
উৎসবে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের আয়োজন করে সদারঙ্গ উচ্চাঙ্গ সঙ্গীত পরিষদ।
এছাড়া নগরের অভিজাত রেস্তোরাঁ পেনিনসুলা, ওয়েল পার্ক, ওয়েল ফুড, বারকোড, তাভা, বনজোর এবং হান্ডি ভারতের ভেজ এবং ননভেজ উভয় ধরনের রান্না ফেস্টিভ্যালে উপস্থাপন করে।
এই অনুষ্ঠানে দুটি অনুপ্রেরণামূলক জীবনীমূলক চলচ্চিত্র –‘মনের মানুষ’ (বাংলা) এবং ‘সুপার 30’ (হিন্দি) প্রদর্শিত হয়।