নিয়ন্ত্রণ হারিয়ে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে গেলে তিন কর্মকর্তাসহ ১৬ সেনা নিহত এবং চারজন আহত হয়েছেন।
আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে উত্তর সিকিমের জেমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শাখা, কোলকাতা ফোর্ট উইলিয়ামের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর সিকিমে এদিন সকালে ছাতেন থেকে ছাঙ্গুর দিকে যাচ্ছিল সেনাবাহিনীর তিনটি গাড়ি। দুর্গম ওই পথে এক জায়গায় বাঁক নিতে গিয়ে পিছলে যায় সেনাবাহিনীর কনভয়ের একটি গাড়ির চাকা। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এখনও পর্যন্ত দুর্ঘটনায় ১৬ জন ভারতীয় সেনার মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত চার সেনাকে উদ্ধার করে তড়িঘড়ি আকাশপথে স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। সেখানে তাদের চিকিৎসা শুরু হয়েছে। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় শোক প্রকাশ করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক টুইটবার্তায় লিখেছেন, উত্তর সিকিমে ওই দুর্ঘটনায় ভারতীয় সেনা সদস্যদের মৃত্যুর ঘটনায় গভীরভাবে শোকাহত। পরিষেবা ও অঙ্গীকারের জন্য তাদের প্রতি কৃতজ্ঞ গোটা দেশ। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।