একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইনে আবেদন শুরু ১০ আগস্ট

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১ আগস্ট, ২০২৩ at ১:১৪ অপরাহ্ণ

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১০ আগস্ট, চলবে ২০ আগস্ট পর্যন্ত।

সোমবার একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ১৫০ টাকা আবেদন ফি দিয়ে আগামী ১০ আগস্ট শিক্ষার্থীরা কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

এই ফি দিয়ে প্রত্যেক শিক্ষার্থী তার পছন্দ অনুযায়ী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে পারবে আবেদনের সময়।

এবারও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি করা হবে।

পূর্ববর্তী নিবন্ধভারতে ক্রেন চাপা পড়ে নিহত ১৭
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংকের সার্ভার ফের চালু