হালিশহরের আনন্দবাজারে গৃহবধূর আত্মহত্যা

আজাদী অনলাইন | সোমবার , ২৭ জুন, ২০২২ at ১০:৫২ অপরাহ্ণ

নগরীর বন্দর থানার হালিশহর আনন্দবাজার এলাকায় এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ২৬ বছর বয়সী ওই গৃহবধূর নাম তানজিনা আক্তার বলে জানা গেছে।

আজ সোমবার (২৭ জুন) বিকেলে মুন্সিপাড়া বেলালের কলোনিতে এ ঘটনা ঘটে।

তানজিনা আক্তার একই এলাকার মোহাম্মদ ইব্রাহিমের স্ত্রী।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, কলোনিতে অজ্ঞাত কারণে তানজিনা ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। সেখান থেকে বন্দর থানা পুলিশ উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ১৩ সদস্যের পরিবার ‘সমাজচ্যুত’
পরবর্তী নিবন্ধটেকনাফে অস্ত্র সহ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার