বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে জলদস্যুর কবলে পড়ে কোটি টাকার ইলিশ মাছ খুইয়েছে ৯টি ট্রলার।
আজ শুক্রবার (২৬ আগস্ট) রাতে বঙ্গোপসাগরের কক্সবাজারের মহেশখালী থেকে মাছ ধরে ফেরার পথে কুতুবদিয়া চ্যানেলের কাছে ডাকাত দলের কবলে পড়ে ট্রলারগুলো।
সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, “মাছ শিকার করতে সাগরে যায় জেলেরা। ফেরার পথে ডাকাতের কবলে পড়লে তাদের ট্রলারে থাকা ইলিশ মাছ ও মজুদ থাকা তেল নিয়ে যায়।”
ট্রলারে কি পরিমাণ ইলিশ ছিল জানতে চাইলে ওসি মিজানুর রহমান বলেন, “চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতির তথ্য অনুযায়ী ৯টি ট্রলার ডাকাতের কবলে পড়েছে। এগুলোর মধ্যে প্রায় এক কোটি টাকার মতো ইলিশ ছিল বলে দাবি তাদের।”
ডাকাতের কবলে পড়া ৯টি ট্রলারের মধ্যে গত রাত ৩টায় দুইটি ট্রলার ঘাটে ফিরেছে বলেও জানান তিনি।