নগরের বায়েজিদ-ফৌজদারহাট লিংক রােডের পাশে পাহাড় কাটার দায়ে ইয়াকুব নামে একজনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর। সংস্থাটির পরিদর্শক মাে. সাখাওয়াত হােসাইন বাদী হয়ে আজ বৃহষ্পতিবার (২৪ মার্চ) মামলাটি দায়ের করেন।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক দৈনিক আজাদীকে বলেন, “বায়েজিদ-ফৌজদারহাট লিংক রােডের মহানগর অংশে (চিল আপ রেস্টুরেন্টের বিপরীত পাশে)
পাহাড় কাটার অভিযোগ গত ২১ মার্চ সরেজমিন পরিদর্শন করা হয়। এসময় পাহাড় কাটার আলামত পরিলক্ষিত হয়। পাহাড় কেটে ইটের দেয়াল নির্মাণ করা হয়েছে। মােহাম্মদ ইয়াকুবের নির্দেশে এ পাহাড় কাটা হয়েছে।”
তিনি জানান, মােহাম্মদ ইয়াকুবকে শুনানির নােটিশ প্রদান করা হয়। আজ বৃহষ্পতিবার শুনানি অনুষ্ঠিত হয়। মােহাম্মদ ইয়াকুবের দাখিলকৃত দলিল ও জমির খতিয়ান হতে প্রতীয়মান হয়, ঘটনাস্থলটি মৌজা-উত্তর পাহাড়তলী, বি.এস দাগ নং-১৯৩ স্থিত যা টিলা শ্রেণিভূক্ত। শুনানি শেষে মােহাম্মদ ইয়াকুবের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত হয়। এর প্রেক্ষিতে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, ২১ মার্চ মহানগর কার্যালয়ের পরিদর্শক রুম্পা সিকদার ও মােঃ সাখাওয়াত হােসাইন এর সমন্বয়ে একটি পরিদর্শন টিম ঘটনাস্থল পরিদর্শন করে।












