হাটহাজারীতে মরা গাছের ডাল পড়ে শামসুন্নাহার (৩২) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। আজ রবিবার (১১ ডিসেম্বর) উপজেলার ফতেপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মদনহাট বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
নিহত শামসুন্নাহার ওই এলাকার প্রবাসী জাফর আহম্মদের স্ত্রী। নিহতের ভাই মো. জাহাঙ্গীর আলম বলেন, “বাড়ির পাশে রাস্তায় মরা গাছের ডাল পড়ে আমার বোন শামসুন্নাহার গুরুতর আহত হয়। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশ্মি চাকমা বলেন, “স্বজনরা শামসুন্নাহার নামের এক মহিলাকে মৃত অবস্থায় নিয়ে আসে। পরে তার মরদেহ তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়।”
মরদেহ উদ্ধারকারী হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, “ফতেপুর এলাকা থেকে শামসুন্নাহার নামের এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু জিডি করা হয়েছে।”