হাটহাজারীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ৭:২৩ অপরাহ্ণ

হাটহাজারীতে গলায় ওড়না পেঁচানো এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তার নাম ফারজানা আকতার মনি(২৫) বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার(২১ জুলাই) বিকালে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাজীপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি এই এলাকার প্রবাসী জাবেদ হোসনের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বিকালে ফারজানা আক্তার মনি পরিবারের লোকজনের অজান্তে বসতঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন তাকে অনেক ডাকাডাকি করার পর ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

থানা পুলিশকে সংবাদ অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

হাটহাজারী থানার উপ-পরিদর্শক আমিরুল মুজাহিদুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ইউপি সদস্য শামসুল করিম নয়ন আত্মহত্যার ঘটনা নিশ্চিত করে বলেন, “ফারজানা কী কারণে আত্মহত্যা করেছে তার সঠিক কারণ জানা যায়নি।”

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে নানা বাড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় দিনমজুর এনাম হত্যার ঘটনায় গ্রেফতার ১