হাটহাজারীতে নামীদামী কোম্পানির মোড়ক লাগিয়ে প্রতারণামূলকভাবে বিস্কুট বিক্রির দায়ে এক ভাসমান দোকানদারকে আটক করে ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল শনিবার রাতে পৌরসভা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম জানান, হাটহাজারী পৌরসভার বিভিন্ন স্হানে কিছু ভাসমান দোকানদার নামীদামী কোম্পানির মোড়ক লাগিয়ে প্রতারণামূলকভাবে বিস্কুট ও অন্যান্য খাদ্যসামগ্রী দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল। মানুষের এই অভিযোগ পেয়ে তিনি গতকাল শানিবার রাতে পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে একজন ভাসমান দোকানদারকে নামীদামী কোম্পানির মোড়ক লাগিয়ে বিস্কুট বিক্রি করার সময় হাতেনাতে আটক করা হয়। এই সময় প্রতারণার দায়ে সেই দোকানদারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে বলে জানান।