হাটহাজারীর দক্ষিণ মাদার্শা ইউনিয়নে চাচার লাইসেন্স করা অস্ত্রের গুলিতে ভাতিজা আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইউনিয়নের আহমদিয়া পাড়া বৈলতল এলাকায় আজ রবিবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে হাটহাজারী থানার ওসি (তদন্ত) রাজিব শর্মা, মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সরোয়ার্দ্দী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। রাত পৌনে এগারোটায় এই সংবাদ লেখা পর্যন্ত তারা ঘটনাস্থলে অবস্থান করছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আহমদিয়া পাড়া বৈলতল এলাকায় আজ রবিবার রাতে ইউপির সাবেক চেয়ারম্যান হাবিবউল্ল্যা তার লাইসেন্স করা অস্ত্র দিয়ে তার ভাতিজা মো. হামিদুল্ল্যা জসিম(৫০)কে গুলি করেন।
সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে প্রাপ্ত সংবাদে জানা যায়। গুলিবিদ্ধকে উপস্থিত লোকজন ও তার স্বজনরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে।
১৩নং দক্ষিণ মাদার্শা ইউপি’র ৫নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ শাহাজাহান বাদশা চাচার গুলিতে ভাতিজা আহত হওয়ার ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, “চাচা-ভাতিজাদের মধ্যে দীর্ঘদিন সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। আজ বিরোধ নিষ্পত্তি নিয়ে সমঝোতার জন্য ভাতিজা জসিম চাচার সাথে কথা বলতে গেলে তাকে চাচা হাবিবুল্লাহ ঘরের ভিতর থেকে তার লাইসেন্স করা অস্ত্র দিয়ে গুলি করে। এতে ভাতিজা আহত হয়। ঘটনার পর আহতের স্বজনরা তাকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে যায়।
সংবাদ পেয়ে হাটহাজারী থানার ওসি (তদন্ত) রাজিব শর্মা, মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সরোয়ার্দ্দী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ ঘটনাস্থলে গেলে হাবিবুল্লাহ ঘরের ভিতর থেকে পুলিশকে লক্ষ্য করেও গুলি করে বলে জানান এই ইউপি সদস্য