হাটহাজারীতে পাচারকালে গোল কাঠ জব্দ-জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ জানুয়ারি, ২০২৩ at ৭:৪৮ অপরাহ্ণ

হাটহাজারীতে অবৈধভাবে কাঠ পাচারের সময় জিপবোঝাই গামারি গোল কাঠ জব্দ করেছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) পৌরসদরস্হ কাচারি সড়ক এলাকা থেকে ৭১ ঘনফুট (৫৫ টুকরা) কাঠ জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম। এসময় জিপের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং স্থানীয় বন বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি জিপ (চট্ট মেট্রো-গ ৫৪৬৪) ও কাঠ জব্দ এবং জরিমানা প্রদান করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার বন সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়। জব্দকৃত কাঠ বন বিভাগের উপজেলার ১১ মাইল এলাকায় চেক স্টেশনে হস্তান্তর করা হয়েছে। এ সময় বন বিভাগের সহকারী স্টেশন কর্মকর্তা রেজাউল করিম, অফিস সহকারী আশুতোষ দাশ, এফজি মিলন কান্তি মণ্ডল, এফজি মো. মেহেদী সহযোগিতা করেন।”

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় গোয়ালঘরের তালা ভেঙে ৪ গরু চুরি
পরবর্তী নিবন্ধডিজিটাল নিরাপত্তা মামলায় জামিন পাননি বাবুল