হাটহাজারীতে জিপবোঝাই ১শ’ ৩২ ঘনফুট আকাশমনী গোলকাঠ ও ৮০টি বড় গাছ সহ চার ব্যাক্তিকে আটক করেছে স্থানীয় বন বিভাগ।
আজ রবিবার (২৫ ডিসেম্বর) রাতে উত্তর জেলা সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইনের নেতৃত্বে উপজেলা সত্তা বিটের রক্ষিত জঙ্গল খিরাম ইউসুফ ডুরী এলাকা থেকে অবৈধভাবে পাচারের সময় একটি জিপ (ঢাকা মেট্রোঃ-গ-০৬-০০৮) সহ কাঠগুলো জব্দ করা হয়। এ সময় ৪ ব্যাক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলো মিজানুর রহমান (৩২), মো. নুরুল ইসলাম (৫০), সফি (৩৫) ও মো. হাসান (২০)। তারা সকলেই ফটিকছড়ি উপজেলার কাঞ্চনপুর এলাকার বাসিন্দা।
রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানে কাঠ কাটার যন্ত্রপাতি, কাঠ পাচারে ব্যবহৃত গাড়িসহ ৪ জনকে আটক করা হয়। জব্দকৃত কাঠসহ গাড়িটি নাজিরহাট ডিপোতে হেফাজতে রাখা হয় এবং মামলার প্রস্তুতি চলছে।