হাটহাজারীতে অবৈধ কাঠ জব্দ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২২ আগস্ট, ২০২২ at ৬:০৪ অপরাহ্ণ

হাটহাজারীতে অবৈধভাবে বনজ কাঠ পরিবহনের সময় উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে কাঠ পাচারকারীকে অর্থদণ্ড প্রদান করেছে। আজ সোমবার(২২ আগস্ট) এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম জানান, অবৈধভাবে কাঠ কাটা ও পরিবহনের অপরাধে হাটহাজারী পৌরসভার সন্দ্বীপ পাড়ার মো. আলমগীরকে বন আইন ১৯২৭ এর ২৬(১ক) ধারায় দোষী সাব্যস্থ করে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

জব্দকৃত কাঠ বনবিভাগে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপ্রজ্ঞাপন জারি, প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন মেয়র রেজাউল
পরবর্তী নিবন্ধশিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি শুক্র-শনিবার