হাটহাজারীতে ২ লাখ টাকার কাঠ জব্দ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ জুন, ২০২২ at ৬:৩৮ অপরাহ্ণ

হাটহাজারীতে র‌্যাব-৭ এর সহযোগিতায় ট্রাকবোঝাই আনুমানিক ১৭০ ঘনফুট চিরাইকৃত সেগুন, গামারী ও মেহগনি কাঠসহ ২ ব্যাক্তিকে গ্রেফতার করেছে স্থানীয় বন বিভাগ।

আজ বৃহস্পতিবার(১৬ জুন) ভোরে হাটহাজারী-নাজিরহাট সড়কের পৌরসদরস্হ আব্বাসিয়া পুল (মাটিয়া মসজিদ) র‌্যাব-৭ সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসব কাঠগুলো জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা।

আটককৃত ব্যাক্তিরা হলো মো. রুবেল(২৭) ও মো. কাউছার(১৬)। তারা ফটিকছড়ি উপজেলার পাইন্দং এলাকার বাসিন্দা।

রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, র‌্যাব-৭ সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের সহযোগিতায় চেরাইকৃত কাঠসহ ২ ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের আজ আাদালতে প্রেরন করা হয়েছে। গাড়িসহ জব্দকৃত কাঠ বিট কাম চেক স্টেশন হাটহাজারীর হেফাজতে রাখা হয়েছে যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় রোহিঙ্গা শিবিরে গুলিতে যুবক নিহত
পরবর্তী নিবন্ধআবার বাড়ছে করোনা রোগী