হাটহাজারীতে আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) গলায় ফাঁস লাগিয়ে মো. এনাম প্রকাশ বাচা (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
উপজেলার ফতেপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আবদুল হক মেম্বার বাড়িতে এই ঘটনা ঘটেছে। তিনি স্হানীয় মৃত ফুল মিয়ার পুত্র।
সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। তিনি ২ মেয়ে ও ১ ছেলের জনক।
এ ব্যাপারে ১১নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদিন জানান, ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আবদুল হক মেম্বারের বাড়ির মৃত ফুল মিয়ার পুত্র মো. এনাম প্রকাশ বাচা আজ বৃহস্পতিবার সকালের দিকে পরিবারের লোকজনের অজান্তে ঘরের বিমের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখে দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে ঘরের বিমের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়।
বিষয়টি থানা পুলিশ অবহিত করা হলে পুলিশ এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন।
আজ ময়নাতদন্তের পর বাড়িতে এনে তার মরদেহ দাফন করা হয়েছে বলে জানান চেয়ারম্যান জয়নুল আবেদিন।