হাটহাজারীতে সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:২৭ অপরাহ্ণ

হাটহাজারীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে মো. বাদশা (২৭) ও মো. ইয়াছিন (২৬) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ১৩নং দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মধ্যম মাদার্শা ৬নং ওয়ার্ডের আকবরিয়া এলাকার বাচার বাপের বাড়ির পিছনের পাকা ভবনের ময়লার ট্যাঙ্ক পরিষ্কার করার সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, উক্ত এলাকায় একতলা নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কের ভিতরে দুই শ্রমিক কাজ করার সময় বিষাক্ত গ্যাসে অজ্ঞান হয়ে পড়ে।

সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফতেয়াবাদ এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের বাড়ি ফতেয়াবাদ সিটি করপোরেশন ডিগ্রি কলেজ সংলগ্ন দুর্গাবাড়ি এলাকায়।

হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শামীম জানান, আজ মঙ্গলবার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মধ্যম মাদার্শা আকবরিয়া এলাকায় সেপটিক ট্যাঙ্কে কাজ করার সময় দুই শ্রমিক দুর্ঘটনা পতিত হওয়ার সংবাদ অবহিত হয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর হওয়ায় অবস্থায় উদ্ধার করে। পরে আহতদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আলমগীর হোসেন।

পূর্ববর্তী নিবন্ধবসন্তে কক্সবাজার সৈকতে ভালোবাসার রঙ
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা