হাটহাজারীতে প্রতারণার অভিযোগে পল্লী চিকিৎসককে জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২ নভেম্বর, ২০২২ at ৬:৫৪ অপরাহ্ণ

হাটহাজারীতে ভুয়া নাম-পদবী ব্যবহার, মিথ্যা চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারণার অভিযোগে এক পল্লী চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

আজ বুধবার (২ নভেম্বর) পৌরসভার বাস স্টেশন সংলগ্ন রাজ চন্দ্র চৌধুরী (বাড়ইপাড়া) সড়কের শান্তি ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম জানান, শান্তি ফার্মেসিতে ভুয়া নাম-পদবী ব্যবহার, মিথ্যা ও রোগী আকর্ষণের জন্য চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করার অভিযোগে মো. আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে অন্য এক ব্যক্তি তার কাছে অভিযোগ করেন।

আনোয়ার হোসেন মিথ্যা বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারিত করে বিভিন্ন ধরনের রোগের খুব সহজ ও স্থায়ী সমাধান দিচ্ছেন বলে জানান অভিযোগকারী।
অভিযান পরিচালনাকালে অভিযোগসমূহের সত্যতা পাওয়া যায়।

ম্যাজিস্ট্রেটের কাছে আনোয়ার নিজেকে পল্লী চিকিৎসক হিসেবে পরিচয় দিলেও বিশেষজ্ঞ চিকিৎসকের মতো বিভিন্ন রোগের চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে যাচ্ছেন হাটহাজারীর বিভিন্ন স্হানে।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহফুজুর রহমান খান অভিযোগসমূহ যাচাই করে মিথ্যা বিজ্ঞাপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্তকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এ উল্লিখিত দণ্ডে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার পাশাপাশি অভিযুক্তকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পরামর্শ অনুযায়ী নাম-পদবী পরিবর্তন ও কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ৪ মামলার আসামি গ্রেফতার
পরবর্তী নিবন্ধভুয়া দলিল প্রদর্শন করায় বাঁশখালীতে কারাদণ্ড