হাটহাজারীতে অজগর উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৪ অক্টোবর, ২০২২ at ৯:৫৩ অপরাহ্ণ

হাটহাজারীতে একটি অজগর সাপ উদ্ধার করেছে স্হানীয় বন বিভাগ। আজ মঙ্গলবার সকালে পৌরসভার হাটহাজারী বাজারের পশ্চিমে একটি হাঁসের খামার থেকে অজগরটি উদ্ধার করে বন বিভাগ।

হাটহাজারী বন রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, “সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাটহাজারী বাজারের পশ্চিমে একটি হাঁসের খামার থেকে একটি অজগর উদ্ধার করা হয়। এই অজগরের দৈর্ঘ প্রায় ১৫ ফুট। এটিকে উপজেলার আওতাধীন সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে খেলা করতে করতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধসরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর